শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০১০

টাস্কবারেই দেখুন আপনার ইন্টারনেট আপলোড-ডাউনলোড স্পিড (একটি জরুরি এপলেট)

ইন্টারনেট স্পিড দেখার এত এত সফটোয়্যারের মধ্যে বেশিরভাগই টাকা দিয়ে কিনতে হয়। যেমন DU meter। কিন্তু যদি দেখা যায় এর চেয়ে অনেক ভাল একটা স্পিড দেখার সফটওয়্যার এমনিতেই রয়েছে তাও আবার ফ্রি? তাহলেও কি পাইরেটেড জিনিসে গা ভাসানো উচিত?

নেট স্পিড মনিটর

সফটওয়্যার টি দিয়ে আপনি টাস্কবারেই দেখতে পারবেন আপনার ইন্টারনেট এর স্পিড, কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার সেকেন্ড) কিংবা কিলোবিট/কিলোবাইট/মেগাবাইট(পার মিনিট!) যেকোন হিসাবে। বরং DU meter এর মতন করে ডেক্সটপ এর উপরে বসে থেকে অযথা জায়গা নষ্ট করবে না।
এখানে দেখুন টাস্কবারে কি দারুন ভাবে দেখাচ্ছে স্পিড !!
তাহলে ? আর দেরি কি? মাত্র ৩ মেগাবাইট এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর ক্র্যাক সিরিয়াল কিজেন মুক্ত দুনিয়ার স্বাদ যে কত মজার তা অনুভব করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন